Guidelines

  1. "প্রতিভার সন্ধানে" প্রতিযোগিতা এ বছর অনলাইন/অফলাইন দুটি পদ্ধাতি তে অনুষ্ঠিত হবে
  2. প্রতিযোগিতা র আবেদনপত্রের জন্য লগ ইন করুন https://www.tridhara.org| অনলাইন এ আবেদনপত্র পূরণ এর সময়ে নিজের বয়স অনুযায়ী বিভাগ নির্বাচন করুন তারপর বর্ণিত বিষয় গুলির মধ্যে আপনার বিষয় নির্বাচন করে আবেদন পত্রটি ভালো করে পড়ে অনলাইন এ জমা করুন। জমা করার পর "পেমেন্ট লিংক" এর মাধ্যমে আপনার প্রবেশ মূল্য জমা দিন| এরপর আপনি আপনার মোবাইল ও ইমেইল এ "এনরোলমেন্ট নম্বর" পাবেন। অফলাইন এ নথিভুক্ত করার জন্য "ত্রিধারা ক্লাব প্রাঙ্গন এ ১৫ই ডিসেম্বর ২০২৬ থেকে ১৫ এ জানুয়ারী ২০২৬ পর্যন্ত বিকেল ৪ টা থেকে ৭ টার মধ্যে যোগাযোগ করুন।"
  3. প্রতিযোগিতার প্রবেশ মূল্য অফলাইনে অংশগ্রহণকারীদের জন্য প্রতি বিষয় পিছু ৫০ টাকা ও অনলাইন অংশগ্রহণকারীদের জন্য প্রতি বিষয় পিছু ১০০ টাকা। ১ জন প্রতিযোগী সর্বাধিক ২ টি বিষয়ে অংশগ্রহণ করতে পারে, প্রবেশপত্র সর্বাধিক ২ টি বিষয়ের জন্য প্রযোজ্য। সকল প্রতিযোগী কে প্রবেশ পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রতিযোগিতা শুর।১ ঘন্টা আগে আসতে হবে।।
  4. "প্রতিভার সন্ধানে" রেজিস্ট্রেশন ২০.০১.২০২৬ তারিখে বন্ধ হয়ে যাবে ॥ প্রতিযোগিতার ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ২২.০১.২০২৬ রাত ৮ টা পর্যন্ত ॥
  5. বসে আঁকো প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ১৫.০১.২০২৬ তারিখে বন্ধ হয়ে যাবে ॥
  6. আপনার ভিডিও টি "landscape mode" এ তৈরী করবেন এবং আপনার ভিডিওটি জমা দেওয়ার সময়ে আপনার এনরোলমেন্ট নাম্বার উল্লেখ করে Google Drive এ সেভ করুন এবং Video Link টি tridharaakalbodhan1947@gmail.com এ পাঠিয়ে দিন। Video টি Download-এর অনুমতি অবশ্যই দিতে হবে।
  7. বিশিষ্ট শিল্পীদের নিয়ে গড়া বিচারকমণ্ডলীর রায় চূড়ান্ত বলে ধার্য্য হবে।
  8. প্রতিযোগিতার ফলাফল জানবার জন্য লক্ষ্য রাখুন www.tridhara.org ওয়েবসাইট এ |
  9. E-Certificate প্রদান করা হবে। E-Certificate Download করার জন্য লগইন করুন www.tridhara.org এবং "Download option" এ গিয়ে আপনার "Mobile Number" দিয়ে আপনার সার্টিফিকেট টি গ্রহণ করুন।
  10. প্রথম 3000 আবেদনকারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। শর্তাবলী প্রযোজ্য

প্রতিযোগিতার বিভাগ, বিষয় এবং সময়সীমা

বিভাগ : "ক" বিভাগ: ৫ থেকে ৯ বছর / "খ" বিভাগ: ৯ থেকে ১৩ বছর / "গ" বিভাগ : ১৩ থেকে ১৬ বছর / "ঘ" বিভাগ: ১৬ এবং তার ঊর্ধ্বে

বিষয়:

  1. সঙ্গীত: রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, অতুলপ্রসাদী, রজনীকান্তের গান, দ্বিজেন্দ্রগীতি, আধুনিক গান, লোকসংগীত, সলিল চৌধুরী
    সময়সীমা: প্রতি বিষয় ও প্রতি বিভাগের জন্য ধার্য সময় ৩ মিনিট
  2. শাস্ত্রীয় নৃত্য: কত্থক, ভারতনাট্যম, ওড়িশি, মনিপুরী ,গৌড়ীয় নৃত্য
    সময়সীমা: "ক বিভাগ": ৩ মিনিট / "খ বিভাগ" : 4 মিনিট / "গ বিভাগ" : ৬ মিনিট / "ঘ বিভাগ" : 7 মিনিট
  3. অন্যান্য নৃত্য: রবীন্দ্র নৃত্য, আধুনিক নৃত্য, লোক নৃত্য
    সময়সীমা: প্রতি বিষয় ও প্রতি বিভাগের জন্য ধার্য সময় ৩ মিনিট
  4. আবৃত্তি: সময়সীমা - ৩ মিনিট
  5. তবলা: শাস্ত্রীয় নৃত্যের সময় সীমা এই বিষয়ের জন্য ধার্য হবে
  6. প্রতিযোগিতা প্রাঙ্গনে তবলা, তবলচি ও হারমোনিয়াম এর ব্যবস্থা থাকবে | কোনোরূপ বাইরের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ |
  7. নৃত্য বিভাগের অংশগ্রহনকারীদের জন্য গ্রীন রুম এর ব্যবস্থা থাকবে |